Tomar Premete(তোমার প্রেমেতে) Bangla Lyrics By Akash Mahmud
Tomar Premete(তোমার প্রেমেতে) Bangla Lyrics By Akash Mahmud
Song : Tomar Premete
Vocal : Akash Mahmud And Bithy Chowdhury
Lyrics : Nirmal Dash
Label : Akash Dream Music
Tomar Premete Bangla Lyrics
দূরে দূরে থেকে তুমি
বাড়াইওনা জালা বন্ধু
বাড়াইওনা জালা,
দিবানিশি তোমার প্রেমে
মন হইলো উতোলা বন্ধু ,
মন হইলো উতোলা,
তোমার বাড়িতে উইরা
জাইতে চায় এই মন,
তোমার বাড়িতে উইরা
জাইতে চায় এই মন
তোমারই প্রেমেতে এই মন
হইয়াছে রঙিলা
দূরে দূরে থেকে তুমি
বাড়াইওনা জালা বন্ধু
বাড়াইওনা জালা,
দিবানিশি তোমার প্রেমে
মন হইলো উতোলা বন্ধু ,
মন হইলো উতোলা,
মন নিয়াছো কেরে তুমি,
ঘরেতে আর রয়না মন
তোমারে পাইবার আসে
মন হইয়াছে উচাটন,
ও মন নিয়াছো কেরে তুমি,
ঘরেতে আর রয়না মন
তোমারে পাইবার আসে
মন হইয়াছে উচাটন,
তোমার প্রেমেতে,
দেওয়ানা হইলো মন,
তোমার প্রেমেতে,
দেওয়ানা হইলো মন,
তোকে ছাড়া বন্ধু
আমি ভিশন একলা,
দূরে দূরে থেকে তুমি
বাড়াইওনা জালা বন্ধু
বাড়াইওনা জালা,
দিবানিশি তোমার প্রেমে
মন হইলো উতোলা বন্ধু ,
মন হইলো উতোলা,
আমার হ্রদয় মাঝে বসে,
আছো আপন মনে,
চারিপাশটা লাগে আধার
তুমি বিহনে,
আমার হ্রদয় মাঝে বসে,
আছো আপন মনে,
চারিপাশটা লাগে আধার
তুমি বিহনে,
আমার বুকেতে বন্ধু,
ছুটে আসোনা,
আমার বুকেতে বন্ধু,
ছুটে আসোনা,
তোমারে বানাইমু আমার
গলারই মালা,
দূরে দূরে থেকে তুমি
বাড়াইওনা জালা বন্ধু
বাড়াইওনা জালা,
দিবানিশি তোমার প্রেমে
মন হইলো উতোলা বন্ধু ,
মন হইলো উতোলা,
Tomar Premete Bangla Lyrics
Dure dure teke tumi
Baraiyo na jala bondu
Baraiyo na jala
Divanisi tumar preme
Mon hoilo utala bondu
Mon hoilo utala
Tumar barite uira jaite cay ai mon
Jaite cay ai mon
Tumar barite uira jaite cay ai mon
Jaite cay ai mon
Tumari premete ai mon
Hoiyace rongil
Dure dure teke tumi
Baraiyo na jala bondu
Baraiyo na jala
Divanisi tumar preme
Mon hoilo utala bondu
Mon hoilo utala
Mon niyaco kere tumi
Gorethe r roy na mon
Tumare paibar ase
Mon houiyace ucaton
H0..oo… mon niyaco kere tumi
Gorethe r roy na mon
Tumare paibar ase
Mon houiyace ucaton
Tumar premethe
deoyana hoilo mon
Tumar premethe
deoyana hoilo mon
Tumi cara bondu
ami bison akla
Dure dure teke tumi
Baraiyo na jala bondu
Baraiyo na jala