Tomar Premo Mala (তোমার প্রেমো মালা) Bangla Lyrics By Rizia Parveen.
Song : Tomar Premo Mala
Vocal : Rizia Parveen
Album : Ronger Duniya
Label : Soundtek
Tomar Premo Mala Bangla Lyrics
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
আমি আগে জানলে বন্ধু তোমায়
ভালো আর বাসিতাম না
আমি আগে জানলে বন্ধু তোমায়
ভালো আর বাসিতাম না
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
তোমায় আমি ভালোবেসে
ঘুরে বেড়াই পাগল বেসে রে
বন্ধু তোমায় আমি ভালোবেসে
ঘুরে বেড়াই পাগল বেসে রে
আমার দেশ বিদেশে কারো কাছে
ঠাই আমার হইলোনা
আমার দেশ বিদেশে কারো কাছে
ঠাই আমার হইলোনা
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
সবাই বলে কলংকিনী
তোমার প্রেমে হইয়া রিনি গো
সবাই বলে কলংকিনী
তোমার প্রেমে হইয়া রিনি গো
এখন রিনের দায়ে তোমার আমি
তুমি কি তা জানোনা বন্ধু
এখন রিনের দায়ে তোমার আমি
তুমি কি তা জানোনা
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
আমি আগে জানলে বন্ধু তোমায়
ভালো আর বাসিতাম না
আমি আগে জানলে বন্ধু তোমায়
ভালো আর বাসিতাম না
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না
তোমার প্রেমো মালা এতো জালা
আগে জানতাম না।।
Tomar Premo Mala Bangla Lyrics
Tomar premo mala eto jala
Age jantam na
Tomar premo mala eto jala
Age jantam na
Ami age janle bondhu tomay
Valo ar basitam na
Tomay ami valobese
Ghure berai pagol bese re.