Tomay Hrid Majhare Rakhbo(তোমায় হৃদ মাজারে রাখবো) Bangla Lyrics By Borno Chakraborty
Tomay Hrid Majhare Rakhbo(তোমায় হৃদ মাজারে রাখবো) Bangla Lyrics By Borno Chakraborty
Song : Tomay Hrid Majhare Rakhbo
Vocal : Borno Chakroborty
Lyrics : Dwij Bhushan
Label : HUEZTV
Tomay Hrid Majhare Rakhbo Bangla Lyrics
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবে না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আর পাবে না,
না না ছেড়ে দেব না,
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
হৃদয় ও মোহনো গোরা, কোন গুণিজনার মনোহরা
হৃদয় ও মোহনো গোরা, কোন গুণিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌড়
আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না,
ওরে যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো
ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো
ছেড়ে দেবো না।
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে যাবো ব্রজের কুলে কুলে
পাগল মন
ওরে যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
চলে গেলে যেতে দেবো না
ওরে চলে গেলে যেতে দেবো না
না না… যেতে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।
Tomay Hrid Majhare Rakhbo Bangla Lyrics
Tomay hrid majare rakhbo jete debo na
Tomay hrid majare rakhbo jete debo naOre Chere dile sonar gour ar pabe na
Khapa Chere dile sonar gour ar pabe na
Na na na
chere debo na