Fg
Tomay Niye Golpo ( তোমায় নিয়ে গল্প) Bangla Lyrics By Abir Biswas। Lota Audio Bangla Natok By Arfan Nisho & Mehjabeen.
Song : Tomay Niye Golpo
Vocal & Tune : Abir Biswas
Lyrics : Tanjib Sowrov
Music : Piran Khan
Label : Motion Rock Entertainment
Tomay Niye Golpo Bangla Lyrics
তোমায় নিয়ে গল্প হলে
আমি ডুবে যায় তার অতলে
তোমায় নিয়ে লিখতে গেলে
মন অযথায় হেসে ফেলে
তোমায় নিয়ে গল্প হলে
আমি ডুবে যায় তার অতলে
তোমায় নিয়ে লিখতে গেলে
মন অযথায় হেসে ফেলে
তুমি এমনি এক আমার অসুখ
আমি চাই না সেড়ে উঠতে কিছুতেই
যত ভালো লাগা তোমাকে ঘিরে
তুমি মিশে আছো যেন আমাতেই
আমি মুঠো ভরে দেই প্রেম ছুড়ে
ওই মন আকাশে তুমি
প্রিয় মুখ হয়ে থেকে যেও
আমায় ভালোবেসে… ভালোবেসে…
ভালোবেসে… ভালোবেসে…
ওই মায়া চোখে আমি যাই ভেসে
খুব কাছে তুমি আসো যখনি
মন বাধা পড়ে ওই ঠোঁটের কোণে
জানি পালানোর পথ রাখনি
তুমি এমনি এক আমার অসুখ
আমি চাই না সেড়ে উঠতে কিছুতেই
যত ভালো লাগা তোমাকে ঘিরে
তুমি মিশে আছো যেন আমাতেই
আমি মুঠো ভরে দেই প্রেম ছুড়ে
ওই মন আকাশে তুমি
প্রিয় মুখ হয়ে থেকে যেও
আমায় ভালোবেসে… ভালোবেসে…
ভালোবেসে… ভালোবেসে…
Tomay Niye Golpo Bangla Lyrics
Tomay Niye Golpo Hole
Ami Dube Jai Tar Otole
Tomay Niye Likhte Gele
Mon Ojothay Hese Fele
Tumi Emoni Ek Amar Osukh
Ami Chai Na Sere Uthte Kichute
Joto Valo Laga Tomake Ghire
Tumi Mishe Acho Jeno Amatei
Ami Mutho Vore Dei Prem Chure
Oi Mon Akashe Tumi
Priyo Mukh Hoye Theke Jeo
Amay Valobeshe… Valobeshe…
Oi Maya Chokhe Ami Jai Vese
Khub Kache Tumi Aso Jokhoni
Mon Badha Pore Oi Thoter Kone
Jani Palanor Poth Rakhoni