Tor Chokher Crash Bangla Lyrics By RA Azmir.
Tor Chokher Crash Bangla Lyrics By RA Azmir.
Song : Tor Chokher Crash
Singer : RA Azmir
Lyric : Nurealam Mamun
Tune : RA Azmir
Music : Jami Ul Hasan
Cast : Azmir & Mohima
DOP & Edit : Al Amin Masud
Colour : Fokrul Iskam
Director : Al Amin Masud
Label : Antor Multimedia
Tor Chokher Crash Lyrics in Bengali
নাইন টেনে ছিলাম আমি
তোর চোখে ক্রাশ
ইন্টারে আমারে তুই
দিয়া গেলি বাঁশ
তোর রূপের ফাঁকিতে
তোর ঠোঁটের হাসিতে
কত ছেলে ফাঁসে রোজ রোজ
হাই হাই হাই হায়
সবাই নাকি রাখেরে তোর খোঁজ।।
আইক্রিম বার্গারে ভরেনি রে মন
ফ্যান্টাসি কিংডমের এত আয়োজন
আজ যাকে হাই বলিস
কাল বলিস বাই
কতজন তোর কাছে
আসে আর যায়
হাই হাই হাই হায়……….
বাইকের পিছনে প্রতিদিন ঘুরে
এখন আছিস তুই কার মন জুড়ে
কত জন লাগে তোর
জানে বিধাতায়
ছলনাতে তুই যেনো
মোড়া পুরুঠাই
হাই হাই হাই হায়………..