Tor Cholonay(তোর ছলনায়) Bangla Lyrics By RA Azmir

Tor Cholonay(তোর ছলনায়) Bangla Lyrics By RA Azmir 

Song : Tor Cholonay 

Vocal : RA Azmir 

Lyrics : Lokman Chowdhury 

Label : Sikder Music Official 

Tor Cholonay Bangla Lyrics 

বেইমান প্রিয়া গেলে চলে 

রাখলেনা খবর, 

প্রতি সময় হয়রে আমার

নেশার সাথে ঘর,

বেইমান প্রিয়া গেলে চলে 

রাখলেনা খবর, 

প্রতি সময় হয়রে আমার

নেশার সাথে ঘর,

সৃতির সাথে যুদ্ধ করে

ঘাপটি মেরে থাকি,

তোরই কথা মনে হইলে

জলে ভিজে আখি,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

নিশি রাইতে একলা হইলে

বারে যন্ত্রণা, 

সপ্ন মাঝে দেখলে তারে 

হয়রে বেদনা, 

নিশি রাইতে একলা হইলে

বারে যন্ত্রণা, 

সপ্ন মাঝে দেখলে তারে 

হয়রে বেদনা, 

মনের কস্ট মনে জমা

বলার মানুষ নাই,

তোর বিরহে হ্রদয় পুড়ে 

হইয়া গেল ছাই,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

অনেক জীবন হইলো নস্ট 

তোরই প্রেমে পড়ে, 

বাকি জীবন কাদবো আমি

তোর সৃতি ধরে,

অনেক জীবন হইলো নস্ট 

তোরই প্রেমে পড়ে, 

বাকি জীবন কাদবো আমি,

তোর সৃতি ধরে,

মন ভাঙিয়া চইলা গেলা 

সুখের আশা করে,

অবুঝ মন তোর লাগিয়া 

কাইন্দা কাইন্দা মরে,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

নিঃশ হইয়া গেছি আমি

তোরই ছলনায়, 

বলনা প্রিয়া এখন আমি

তোরে কোথায় পাই,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *