Tor Golape Kata Chilo(তোর গোলাপে কাটা ছিল) Bangla Lyrics By RA Azmir
Tor Golape Kata Chilo(তোর গোলাপে কাটা ছিল) Bangla Lyrics By RA Azmir
Song : Tor Golape Kata Chilo
Vocal : RA Azmir
Lyrics : Alex Abdus Salam
Music : Sikder Akash
Tor Golape Kata Chilo Bangla Lyrics
চোখের সামনে ধরলো প্রিয়া
অন্য কারো হাত,
লাল গোলাপটা ছিড়া প্রিয়া
করলো রে আঘাত,
লাল গোলাপে ছিল আমার
শুদ্ধ ভালোবাসা,
ভেঙ্গে দিল মনটা প্রিয়া
ভেঙ্গে দিল আশা,
তোর গোলাপে কাটা ছিল
আগে জানতাম না,
বুকের মাঝে রাইখা গোলাপ
পেলাম যন্ত্রণা।
তোর গোলাপে কাটা ছিল
আগে জানতাম না,
বুকের মাঝে রাইখা গোলাপ
পেলাম যন্ত্রণা।
কেউ দেখেনা বুকটা আমার,
পুড়ে পুড়ে ছাই,
নিলাম হইলো মনটা আমার
প্রিয়ার ছলনায়,
কেউ দেখেনা বুকটা আমার,
পুইড়া পুইড়া ছাই,
নিলাম হইলো মনটা আমার
প্রিয়ার ছলনায়,
কস্ট পাইয়া নস্ট হইলো
আমার অবুঝ মন,
ভালোবাসার নামটা মুখে
নেইনা রে এখন,
তোর গোলাপে কাটা ছিল
আগে জানতাম না,
বুকের মাঝে রাইখা গোলাপ
পেলাম যন্ত্রণা।
তোর গোলাপে কাটা ছিল
আগে জানতাম না,
বুকের মাঝে রাইখা গোলাপ
পেলাম যন্ত্রণা।
আসিস নারে বেইমান প্রিয়া
দেখতে আমারে,
মইরা গেলে এমন ব্যাথা
দিবি কাহারে,
আসিস নারে বেইমান প্রিয়া
দেখতে আমারে,
মইরা গেলে এমন ব্যাথা
দিবি কাহারে,
খোদার কসম আমায় ভুইলা
সুখি হইবি না,
খোদার কাছে বেইমান প্রিয়া
তোরে চাইবো না,
তোর গোলাপে কাটা ছিল
আগে জানতাম না,
বুকের মাঝে রাইখা গোলাপ
পেলাম যন্ত্রণা।