Tor Hasite Mon Haralo(তোর হাসিতে মন হারালো) Bangla Lyrics By Anup Sarkar

Tor Hasite Mon Haralo(তোর হাসিতে মন হারালো) Bangla Lyrics By Anup Sarkar



Dfgd

Song :  Tor Hasite Mon Haralo

Vocal : Anup Sarkar 

Lyrics : Anup Sarkar 

Label : NAF 

 

Tor Hasite Mon Haralo Bangla Lyrics 

তোর হাসিতে মন হারালো 

করি কি এখন, 

একটু ভালোবাসা পেতে

মন উচাটন, 

তোর হাসিতে মন হারালো 

করি কি এখন, 

একটু ভালোবাসা পেতে

মন উচাটন, 

তোর প্রেমেতে ভাসি ডুবি

তুই আমার মরন,

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন 

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন। 

নিজের সাথে কথা বলা

একলা রাতের প্রহর, 

খুব গোপনে তোর ছবিটাই

রাখি বুকের ভিতর, 

নিজের সাথে কথা বলা

একলা রাতের প্রহর, 

খুব গোপনে তোর ছবিটাই

রাখি বুকের ভিতর, 

তোর প্রেমেতে ভাসি ডুবি

তুই আমার মরন,

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন 

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন। 

আসিস যদি হ্রদয় পুড়ে 

মন ভরে সাজাবো, 

জ্যোৎস্না রাতে তারার সাথে

গান শুনাবো, 

আসিস যদি হ্রদয় পুড়ে 

মন ভরে সাজাবো, 

জ্যোৎস্না রাতে তারার সাথে

গান শুনাবো, 

তোর প্রেমেতে ভাসি ডুবি

তুই আমার মরন,

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন 

ও বন্ধুরে তোর মনের নায়ে

ভাসাবো এই মন,

ও বন্ধুরে তোর প্রেমের নায়ে

হবো সুজন। 

Tor Hasite Mon Haralo Bangla Lyrics 

Tor hasite mon haralo

Kori ki ekhon,

Ektu valobasa pete 

Mon ucaton,

Tor premete vasi dubi

Tui amar moron,

O bodhure tor moner naye

Vasabo ei mon

O bondhre tor premer naye

Harabo ei mon.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *