Tor Kosto Nebo (তোর কষ্ট নেবো) Bangla Lyrics By Tasrif Khan.

Tor Kosto Nebo (তোর কষ্ট নেবো) Bangla Lyrics By Tasrif Khan. 

Song : Tor Kosto Nebo

Singer : Tasrif Khan

Lyrics : K M Tanbhir Siddiki

Band : Kureghar 

Label : Kureghar

Tor Kosto Nebo Bangla Lyrics 

চারিদিকে এত শব্দ কিসের,

কিসের আর্তনাদ?

কোন চাওয়াটা হারিয়ে ফেলে

কাঁদছিস দিবা রাত?

কেমন রকম কষ্ট লাগে

কোথায় কিসের ব্যথা?

ঠিক কতটুকু মেপে বলে দে

ভেঙে দে নিরবতা।

আঁধার লাগে ভয়ে একাকার

ভিড় থেকে সরে যাওয়া,

হিসেব মেলে না, মেলেনা খাতা

জীবনের চাওয়া পাওয়া।

আমি কেমন আছি জেনে কী হবে?

তুই ভালো নেই তাই,

একসাথে চল দু এক কদম

দুজনে হেঁটে যাই।

আমি পাশে আছি

তুই শুধু তোর গল্পটা বলে যা,

আমি যে তোর কষ্ট টা নেবো

দূরে সরে যাবো না, যাবো না।

যদি ক্ষনিকের সেই ভয়,

 সত্যিই মনে হয়

হাত বাড়ালে পাশে পাবি আমাকে,

আমি বন্ধু নাকি প্রেম তোর

নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এই মাঝপথে থামাকে।

আঁধার লাগে ভয়ে একাকার

ভিড় থেকে সরে যাওয়া,

হিসেব মেলে না, মেলেনা খাতা

জীবনের চাওয়া পাওয়া।

আমি কেমন আছি জেনে কী হবে?

তুই ভালো নেই তাই,

একসাথে চল দু এক কদম

দুজনে হেঁটে যাই।

আমি পাশে আছি

তুই শুধু তোর গল্পটা বলে যা,

আমি যে তোর কষ্ট টা নেব

দূরে সরে যাব না, যাব না।

যদি ক্লান্তি ছেয়ে যায়

না বলা কিছু রয়ে যায়,

তুই কাছে ডেকে নিস এই আমাকে।

আমি বন্ধু নাকি প্রেম তোর

নাকি কষ্টের অনুচর?

ভেবে নাম দিস এই মাঝপথে থামাকে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *