Tor Premete Ondho(তোর প্রেমেতে অন্ধ) Bangla Lyrics By James

Tor Premete Ondho(তোর প্রেমেতে অন্ধ) Bangla Lyrics By James

Song : Tor Premete Ondho

Vocal : James

Lyrics : James

Label : MusicLovers

 

Tor Premete Ondho Bangla Lyrics 

তোর প্রেমেতে অন্ধ হলাম 

তোর প্রেমেতে অন্ধ হলাম 

কি দোষ দিবি তাতে , 

 বন্ধু তোরে খুঁজে বেড়াই , 

 সকাল – দুপুর – রাতে 

তোর প্রেমেতে অন্ধ হলাম 

তোর প্রেমেতে অন্ধ হলাম 

কি দোষ দিবি তাতে , 

 বন্ধু তোরে খুঁজে বেড়াই , 

 সকাল – দুপুর – রাতে ।

আগুন জেনেও পুড়লাম আমি, 

দিলাম তাতে ঝাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  

ছিলো পুরোটাই পাপ

আগুন জেনেও পুড়লাম আমি, 

দিলাম তাতে ঝাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  

ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম 

 কি দোষ দিবি তাতে ,  

বন্ধু তোরে খুঁজে বেড়াই ,  

সকাল – দুপুর – রাতে । 

তোর কারনে ভুললাম আমি 

 গোত্র জাতি কুল ,   

কাঁটার সাথে করলাম সন্ধি ,  

পায়ে পিষে ফুল 

 তোর কারনে ভুললাম আমি 

 গোত্র জাতি কুল ,   

কাঁটার সাথে করলাম সন্ধি ,  

পায়ে পিষে ফুল 

 কেমন করে সইবো আমি  

প্রেম আগুনের তাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে 

বন্ধু  ছিলো পুরোটাই পাপ  

কেমন করে সইবো আমি  

প্রেম আগুনের তাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে 

বন্ধু  ছিলো পুরোটাই পাপ  

পথ হারানো পথিক হলাম  

সব হারিয়ে নিঃস্ব ।   

তোর আমার এই প্রেমের 

 কি দাম দেবে বিশ্ব

 

 পথ হারানো পথিক হলাম  

সব হারিয়ে নিঃস্ব ।   

তোর আমার এই প্রেমের 

 কি দাম দেবে বিশ্ব

প্রেমের নামে কিনলাম আমি  

নিঠুর অভিশাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  

ছিলো পুরোটাই পাপ

 প্রেমের নামে কিনলাম আমি  

নিঠুর অভিশাপ ,  

তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু  

ছিলো পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম  

কি দোষ দিবি তাতে ,  

বন্ধু তোরে খুঁজে বেড়াই , 

 সকাল – দুপুর – রাতে ।।

Tor Premete Ondho Bangla Lyrics 

Tor preme te ondho holam 

Ki dosh dibi tate

Bondhu tore khuje berai

 Sokal dupur raate

Aagun jene-o purlam ami

 Dilam tate jhaap

Tor amar preme chilo re bondhu

Chilo puro tai paap

Tor karone bhullam ami gotro, jaati kuul

Kantar sathe korlam sondhi paaye pishe ful

Kemon kore shoibo aami prem aaguner taap

Tor amar preme chilo-re bondhu

chilo purotai pap

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *