Tui Amar( তুই আমার) Bangla Lyrics By Abanti Sithi
Song : Tui Amar
Vocal : Abanti Sithi
Lyrics : M A Alam Shuvo
Tune : Avraal Sahir
Music : Avraal Sahir
Label : RTV Drama
Tui Amar Bangla Lyrics
তোকে পাশে পেলে মুখে
হাসি ফোটে আমার
সব অভিযোগ উড়িয়ে
গল্পে ডুবি আবার
এতদিন মনে রেখেছি স্বপ্ন বুনে
সব টা শুধু তোর জন্য
তুই আমার, তুই আমার
জেনে নে তুই আমার
তুই আমার, তুই আমার
মেনে নে তুই আমার।
বলার ছিল যত কথা,
বলেছি ইশারায়
মরে যাবো যদি
কখনো তোকে হারায়
পাওয়া না পাওয়া সবই থাকে
হাতের রেখায়
নিরবে কাঁদি তোকে
না পাওয়ার ব্যথায়
ভালোবেসে করি
একটু বাড়াবাড়ি
সবটা শুধু তোর জন্য
তুই আমার, তুই আমার
জেনে নে তুই আমার
তুই আমার, তুই আমার
মেনে নে তুই আমার।
Tui Amar Bangla Lyrics
Toke pase pele mukhe
Hasi fote amar
Sob ovijog uriye
Golpe dubi abar
Eto din mone rekheci sopno bune
Sob ta sudhu tor jonno