Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Tanveer Evan.

 Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Tanveer Evan.

Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Tanveer Evan.

Song Name :  Tui Chara

Singer(s) :  Tanveer Evan

Tune / Music :  Piran Khan

Lyricist :  Tanveer Evan

Music Label :  Tanveer Evan

Star Cast :  Fabiha bushra, Tanveer Evan, Irfan Jahan, Zuhaibah Islam

Release On :  2023-02-17

Tui Chara Lyrics in Bengali 

প্রথম যখন তোকে দেখেছি

মনের মাঝে তোর হাসিটা বেঁধে ছি 

ছুঁয়ে দেখার ইচ্ছে দের আগমন 

রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ 

তুই ছাড়া মন কাঁদে একেলা

তুই হীনা কি করি বুঝিনা 

তুই ছাড়া মন কাঁদে একেলা

তুই হীনা কি করি বুঝিনা 

তুই চাইলে বল সকাল সাজাই

বৃষ্টি নামাই তোর ইশারায় 

মেঠো মেঠো পথে হেঁটে দুজন

চল রাত নামাই কথায় কথায় 

আবার আসবে ভালবাসার নতুন এক প্রহর

রেখো যতন করে আমায় করো না গো পর 

আগলে রেখে আগলে রেখে 

আগলে রেখে কাছে টেনে 

বাসব ভালো কতনা 

মন মাঝারে তোর নাম লিখে

করব প্রার্থনা 

তুই ছাড়া মন কাঁদে একেলা

তুই হীনা কি করি বুঝি না 

তেরে বিনা মানে না ইয়ে মন মেরা

তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা 

তুই চাইলে বল সকাল সাজাই

বৃষ্টি নামাই তোর ইশারায় 

মেঠো মেঠো পথে হেঁটে দুজন

চল রাত নামাই কথায় কথায় 

তেরে বিনা বাওরা ইয়ে মন মেরা

তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *