Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Tanveer Evan.
Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Tanveer Evan.
Song Name : Tui Chara
Singer(s) : Tanveer Evan
Tune / Music : Piran Khan
Lyricist : Tanveer Evan
Music Label : Tanveer Evan
Star Cast : Fabiha bushra, Tanveer Evan, Irfan Jahan, Zuhaibah Islam
Release On : 2023-02-17
Tui Chara Lyrics in Bengali
প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসিটা বেঁধে ছি
ছুঁয়ে দেখার ইচ্ছে দের আগমন
রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়
আবার আসবে ভালবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায় করো না গো পর
আগলে রেখে আগলে রেখে
আগলে রেখে কাছে টেনে
বাসব ভালো কতনা
মন মাঝারে তোর নাম লিখে
করব প্রার্থনা
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝি না
তেরে বিনা মানে না ইয়ে মন মেরা
তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দুজন
চল রাত নামাই কথায় কথায়
তেরে বিনা বাওরা ইয়ে মন মেরা
তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা