Tui Chara Eka (তুই ছাড়া একা) Bangla Lyrics By Habib Wahid & Moutushi Khan.
Song : Tui Chara Eka
Singer : Habib Wahid & Moutushi Khan
Lyrics : Suhrid Sufian
Label : Habib Wahid
Tui Chara Eka Bangla Lyrics
যাই না রে যাই না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে
তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়
থোকে থোকে দূর, আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়
যাই না রে যাই না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।
তুই ছাড়া মন নিঃস্ব ভিশন
তোর হাসি বুকে কুনে দেয় আলোড়ন
তোর চোখে বোনা আছে,
স্বর্গীয় ভালোবাসা প্রেম হৃদয়ে
মন ছুয়ে মন ধরাবে কেমন
তুই যেন হয়ে গেলি আমার আপন
বিশ্বয়ে ভেসে যাবি আজ থেকে,
শুধু যে আদরের বলহে।
তোর ভালোবাসাতেই আমি দিশেহারা,
দিশেহারা হয়ে যাই
তুইও যেন পুরোটাই এক দিশেহারা পথিক
তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়
থোকে থোকে দূর, আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়
যাই না রে যাই না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।
মেঘলা দিনে তুই নীল খাম
বৃষ্টিতে ভিজে এসে এই বুকে থাম
তোর চুলে জমা আছে,
একরাশ ফুলে সুবাস গোপনে।
হাতের রেখায় আমি আছি দেখ
দুটি মন হয়ে গেছে দুই থেকে এক
তুই ছাড়া আর কিছু চাই না রে,
কখনও আমি জীবনে।
তোর ভালোবাসাতেই আমি দিশেহারা,
দিশেহারা হয়ে যাই
তুইও যেন পুরোটাই দিশেহারা পথিক
তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়
থোকে থোকে দূর, আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়
যাই না রে যাই না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।