Tumi Amar Onek Shokher ( তুমি আমার অনেক শখের ) Bangla Lyrics By Piran Khan। Yearmate Bangla Natok By Safa Kabir.
Song : Tumi Amar Onek Shokher
Vocal : Arif Ur Rahman Jony
Lyrics : Arif Ur Rahman Jony
Music : Piran Khan
Label : Bongo BD
Tumi Amar Onek Shokher Bangla Lyrics
কেউ তোমাকে
ভিষন ভালোবাসুক
তুমি আর শুধু তুমি ছাড়া
অন্য কিছু না বুঝুক
কেউ তোমার, কোলে
মাথা রেখে ভিশন হাসুক
তুমি একটু দূরে গেলে
লুকিয়ে আনমনে ভীষণ কাদুক
তুমি তো চেয়েছিলে
ঠিক এমনি একজন
দেখো না আমি পুরোটাই
তোমার ইচ্ছে মতন
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখ এক আকাশ সপ্নীল
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখ এক আকাশ সপ্নীল
তুমি এসে উড়ে বেড়াও
আমায় ভিশন ভাল লাগাও
নদী পাড়ে
নীল আকাশ দক্ষিনা
হাওয়ার সূর্য ডুবাও
নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল
দূরে গেলে,
অভিমান চোখে জল এত মায়া তোমার
আমাকে বারে বার জিজ্ঞেস করে
তুমি আসবে কি কাল
এই টুকু চাওয়ার মায়ায়
ডুবি সবশেষে,
এভাবে আমায় গড়ি
তোমার অভ্যাস এ
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতির নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখ এক আকাশ স্বপ্নীল
তুমি আমার অনেক শখের
খুঁজে পাওয়া এক প্রজাপতির নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখ এক আকাশ স্বপ্নীল
Tumi Amar Onek Shokher Bangla Lyrics
Keu tomake vison valobasuk
Tumi ar shudhu tomi chara
Ono kichu na bujhuk
Keu tomer Kole
Matha rekhe vison hasuk
Tomi ekto dure gale
Lukiey an mone vison kaduk
Tomi to cheychile
Thik amonni ekjon
Dekho ami purota
tomeri iche moton
Tomi amer onek sokher
Khuje poyah ek projapoti nil
Ami rong dhonu ronge sajiahci
Dekho ek akash sopnil