Tumi Amari(তুমি আমারই) Bangla Lyrics By Tahsin Ahmed।

Tumi Amari(তুমি আমারই) Bangla Lyrics By Tahsin Ahmed। 

Song : Tumi Amari

Vocal : Tahsin Ahmed

Lyrics : Shomeshwar Oli

Music : Tahsin Ahmed 

Label : Live Tech

 

Tumi Amari Bangla Lyrics 

তোমার হাতে হাতটি রেখে

বহুদূর হেঁটে যেতে

পাহাড় নদী পেরিয়ে এসেছি

তোমার দেখা পেতে।

আজ একটা গল্প বলি শোনো

তোমার বিকল্প নেই কোনো

সংকল্প হয়ে তুমি, 

তুমি এ হৃদয়ে লুকোনো।

তুমি আমারই, আমারই তুমি

ঘুরিয়ে-ফিরিয়ে বললেও

তোমার হয়েই থাকবো আমি

হৃদপিন্ড না চললেও।

হঠাৎ ভুল হলে 

যেয়ো না তো চলে

শাসন করো তুমি আমায়

কিছু খুনসুটি যেন পায়না ছুটি

আদর দিয়ে বর্ষা নামায়।

আজ একটা গল্প বলি শোনো

তোমার বিকল্প নেই কোনো

সংকল্প হয়ে তুমি 

তুমি এ হৃদয়ে, লুকোনো।

তুমি আমারই, আমারই তুমি

ঘুরিয়ে-ফিরিয়ে বললেও

তোমার হয়েই থাকবো আমি

হৃদপিন্ড না চললেও।

তোমার চলা, কথা বলা

কিংবা ঠোঁটের হাসি

এসব কিছুর চাইতে তোমার

মনটা ভালোবাসি।

সব মিলিয়েই তুমি আমার

দারুন ভাগ্য রাশি

একশো রকম কষ্ট ভুলে

তোমার কাছে আসি।

আজ একটা গল্প বলি শোনো

তোমার বিকল্প নেই কোনো

সংকল্প হয়ে তুমি 

তুমি এ হৃদয়ে লুকোনো…

তুমি আমারি, আমারি তুমি

ঘুরিয়ে ফিরিয়ে বললেও

তোমার হয়েই থাকবো আমি

হৃদপিন্ড না চললেও।

তুমি আমারি, আমারি তুমি

ঘুরিয়ে ফিরিয়ে বললেও

তোমার হয়েই থাকবো আমি

হৃদপিন্ড না চললেও।।

Tumi Amari Bangla Lyrics

Tomar hate hat ti rekhe

Bohudur hete jete

Pahar nodi periye esechi

Tomar dekha pete

Aj ekta golpo boli shono

Tomar bikolpo nei kono

Shongkolpo hoye tumi

Tumi e hridoye lukano

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *