Tumi Dak Dile(তুমি ডাক দিলে) Bangla Lyrics By Gamcha Palash
Tumi Dak Dile(তুমি ডাক দিলে) Bangla Lyrics By Gamcha Palash
Song : Tumi Dak Dile
Vocal : Gamcha Palash
Lyrics : Chan Mia
Label : Gamcha Palash
Tumi Dak Dile Bangla Lyrics
তুমি ডাক দিলে
অবলার পানে চাইও রে রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
তুমি ডাক দিলে
অবলার পানে চাইও রে রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
আমি যেদিন চলে যাব
আমার আপন বাড়ি
বাজার থেকে কিনা আইনো
সাদা মার্কিন শাড়ি
আমি যেদিন চলে গো যাব
আমার আপন বাড়ি
বাজার থেকে কিনা আইনো
সাদা মার্কিন শাড়ি
তুমি নিজ হাতে বধু সাজাইয়া
দিও রে
তুমি নিজ হাতে বধু সাজাইয়া
দিও রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
চাদনী রাইতে আইসো বন্ধু
চান্দের ও বাহার
তোমারে বানাইয়া রাখমু
আমার গলার হার ও রে
চাদনী রাইতে আইসো বন্ধু
চান্দের ও বাহার
তোমারে বানাইয়া রাখবো
আমার গলার হার ও রে
তোমার আত্তাতে আত্তা মিশাইয়া
রবো গো
তোমার আত্তাতে আত্তা মিশাইয়া
রবো রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
আমার বিয়ার বরযাত্রী
চারজনারে দেখি
তারাই আমায় রাইখা আসবে
দিয়া মোরে ফাকি
আমার বিয়ার বরযাত্রী গো
চারজনারে দেখি
তারাই আমায় রাইখা আসবে
দিয়া মোরে ফাকি
সাধক চান মিয়ারে সঙ্গে
কইরা নিও রে
সাধক চান মিয়ারে সঙ্গে
কইরা নিও রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে
তুমি ডাক দিলে
অবলার পানে চাইও রে
ও প্রান বান্ধব রে
ধিরে ধিরে যাইও ফিরা
পানে চাইও রে।।
Tumi Dak Dile Bangla Lyrics
Tumi dak dile
Obolar pane caiyo re
O prano bandhob re
Dhire dhire jaiyo
Fira pane caiyo re
Ami jedin cole jabo
Amar apon bari
Bajar theke kina aino
Sada markin shari