Tumi Harale Kothay (তুমি হারালে কোথায়) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Tumi Harale Kothay
Singer : Gogon Sakib
Lyrics : Mamun Afnan Rumey
Tune : Gogon Sakib
Music : Anim Khan
Label : S Track Music
Tumi Harale Kothay Bangla Lyrics
ভালো নেই এলোমেলো হয়ে গেছি
সবকিছু হারিয়ে শুন্য হয়েছি
ভালো নেই এলোমেলো হয়ে গেছি
সবকিছু হারিয়ে শুন্য হয়েছি
বুঝলেনা বুঝবেনা ব্যথা আমার
থেকো সুখে তার সাথে হয়েছো যার
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
মনের আকাশের তারা হয়ে
চলেছো তুমি কতো রাত ভরে
মনের আকাশের তারা হয়ে
চলেছো তুমি কতো রাত ভরে
সৃতি নিয়ে আছি বেচে তোমারই আশায়
দিনরাত যায় আজ নির্ঘুম যায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
কোলে নিয়ে কে মোছাবে তোমার অভিমান
মন খারাপে কে শোনাবে গান
কোলে নিয়ে কে মোছাবে তোমার অভিমান
মন খারাপে কে শোনাবে গান
বুঝলেনা বুঝবেনা ব্যথা আমার
থেকো সুখে তার সাথে হয়েছো যার
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়
হারালে তুমি হারালে কোথায়
এখানো আছি আমি তোমারই আশায়।।