Tumi Jano Nare Priyo(তুমি জানো নারে প্রিয়) Bangla Lyrics By Shaheb Debnath
Tumi Jano Nare Priyo(তুমি জানো নারে প্রিয়) Bangla Lyrics By Shaheb Debnath
Song : Tumi Jano Nare Priyo
Vocal : Shaheb Debnath
Lyrics : Bijoy Sarkar
Tune : Bijoy Sarkar
Label : Folk Studio Bangla
Tumi Jano Nare Priyo Bangla Lyrics
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন জেনেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
ফুলবনে পুলকের আল্পনা
আবার মাধুর ও মাধুবী রাতে
বঁধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশী যাপনা
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
চলে গেলে আমায় ফেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে বন্ধু এলে না
একদিনও দেখতে বন্ধু এলে না
তোমায় পেলে দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
কাষ্ঠ-যোগে দাবানল
জালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানির আগুন বন্ধু তাহা না
মন পোড়ানির আগুন বন্ধু তাহা না
কত বিরহীর অন্তর নলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে আগুন বন্ধু নিভে না
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
খুঁজিয়া জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
বহু খুজে না পাই বন্ধুর ঠিকানা
বহু খুজে না পাই বন্ধুর ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবে কি জীবনে মোর
বুকে রইলো আশা ভরা বাসনা
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তুমি জানো,
জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
Tumi Jano Nare Priyo Bangla Lyrics
Tumi jano na
Jano nare priyo
Tumi mor jiboner sadhona
Tomay Prothom jedin jenechi
Mone apon menechi
Tumi bondhu amar mon mano na
Tumi jano na
Jano nare priyo
Tumi mor jiboner sadhona
Fagun o dol purnimay
Mredu mredu bayu boy
Fulo bone puloke alpona