Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Bangla Lyrics By Sabina Yeasmin & Mahmudun Nabi.

 

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Bangla Lyrics By Sabina Yeasmin & Mahmudun Nabi.

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Bangla Lyrics By Sabina Yeasmin & Mahmudun Nabi.

Song : Tumi Je Amar Kobita 

Singer : Sabina Yeasmin & Mahmudun Nabi

 Label : Anupam Movie 

 

Tumi Je Amar Kobita Bangla Lyrics 

তুমি যে আমার কবিতা

আমার বাঁশীর রাগিনী।

আমার স্বপন আধ-জাগরণ

চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে

তবে কি আমায় কাছে টানতে

হয়ত সুদূরে যেতে গো সরে

না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো

ইন্দ্রধনুর লগ্ন এলো

এ মধুর প্রহর হোক না অমর

ওগো মোর পল্লবীনি।।

যদি এ লগন আঁধারে ঢাকে

যদি নেভে দিন পথের বাঁকে

তুমি যে আমার বলব আবার

চিরদিন তোমারে চিনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *