Tumi Jemoni Nupur Hou ( তুমি যেমনই নূপুর হও) Bengali Song Lyrics By Bappi Lahiri.
Song Name : Tumi Jemoni Nupur Hou
Singer : Bappi Lahiri
Lyrics : Pulak Bandyopadhyay
Directed by : Sujit Guha
Written by : Tapendu Gangopadhyay
Produced by : Pahlaj Nihalani
Tumi Jemoni Nupur Hou Lyrics In Bengali
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো।
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।।
তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
বা ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।
তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
বা ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।
তবু ছড়াতে গেলে এই আলো
কোনো আগুনে তোমায়
পুড়তেই হবে …
ও মনে রেখো।
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো।।
যত সহজ সরলভাবে
তুমি যত সাধারণই হও,
বা অপরূপ রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।
যত সহজ সরলভাবে
তুমি যত সাধারণই হও,
বা অপরূপ রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।
তবু ভালো যে বাসতে গেলে
কোনো ব্যাথায় তোমায়
কাঁদতেই হবে …
ও মনে রেখো।
তুমি যেমনই নুপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো, ও জেনে রেখো।।