Tumi Keno Bujhona (তুমি কেন বোঝনা) Bangla Lyrics Ayub Bachchu.
Song : Tumi Keno Bujhona
Singer : Ayub Bachchu
Lyrics : Ayub Bachchu
Label : Ak Musiana
Tumi Keno Bujhona Bangla Lyrics
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চল বদলে যাই…
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি.. ক্ষমা করে দিও আমায়..
কত রাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আশা সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়…
Tumi Keno Bujhona Bangla Lyrics
Sei Tumi Keno Eto Ochena Hole
Sei Ami Keno Tomake Dukkho Dilem..
Kemon Kore Eto Ochena Hole Tumi..
Kivabe Eto Bodle Gechi Ei Ami..
O.. Bukeri Sob Kosto Du-haate Shoriye
Cholo Bodle.. Jai….
Tumi Keno Bojhona
Tomake Chara Ami Ashohay
Amar Shob Tuku Valobasha Tomay Ghire
Amar Oporad Chilo Joto Tuku Tomar Kache
Tumi Khoma Kore Diyo Amay…