Tumi Porer Hoyecho( তুমি পরের হয়েছো) Bangla Lyrics By Gogon Sakib.

 

Tumi Porer Hoyecho( তুমি পরের হয়েছো) Bangla Lyrics By Gogon Sakib. 

Song : Tumi Porer Hoyecho

Singer : Gogon Sakib 

Lyrics : Riaz 

Label : Gaanbuzz 

Tumi Porer Hoyecho Bangla Lyrics 

যদি আসে এমন কোনো দিন 

সু-খবর দিতে আসলে তুমি 

যে খবর এতটা কঠিন 

কিভাবে গ্রহণ করবো আমি 

আমি কিভাবে দেখবো 

তুমি পরের হয়েছো 

লাল শাড়িতে সেজেও 

কেনো চিৎকারে কাঁদো 

তোমার কান্নায় আমার বুক 

পুড়িয়ে ফেলবে সব সুখ

তোমায় বিদায় দেয়ার মন 

আমি করিনি লালন 

আমি কিভাবে দেখবো 

তুমি পরের হয়েছো 

লাল শাড়িতে সেজেও 

কেনো চিৎকারে কাঁদো

তোমার কান্নায় আমার বুক 

পুড়িয়ে ফেলবে সব সুখ

তোমায় বিদায় দেয়ার মন 

আমি করিনি লালন 

আলোতে সাজলো তোমার ঘর 

যে ঘরে হলে আমার পর 

কে তোমায় নিতে আসবে আজ 

যাবে তুমি ছেড়ে এ শহর 

আলোতে সাজলো তোমার ঘর 

যে ঘরে হলে আমার পর 

কে তোমায় নিতে আসবে আজ 

যাবে তুমি ছেড়ে এ শহর

আমি কিভাবে দেখবো 

তুমি পরের হয়েছো 

লাল শাড়িতে সেজেও 

কেনো চিৎকারে কাঁদো 

তোমার কান্নায় আমার বুক 

পুড়িয়ে ফেলবে সব সুখ

তোমায় বিদায় দেয়ার মন 

আমি করিনি লালন 

আমি কিভাবে দেখবো 

তুমি পরের হয়েছো 

লাল শাড়িতে সেজেও 

কেনো চিৎকারে কাঁদো 

তোমার কান্নায় আমার বুক 

পুড়িয়ে ফেলবে সব সুখ

তোমায় বিদায় দেয়ার মন 

আমি করিনি লালন।।

Tumi Porer Hoyecho Bangla Lyrics

Jodi ase amon kono din 

Su-khobor dite asle tumi 

Je khobor eto Ta kothin 

Kivabe grohon korbo ami 

Ami kivabe dekhbo tumi porer hoyecho

Lal sharee te sejeo keno chitkare kado 

Tomar kannay amar buk puriye felbe sob sukh 

Tomay biday deyar mon ami korini lalon 

Ami kivabe dekhbo tumi porer hoyecho

Lal sharee te sejeo keno chitkare kado

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *