Udash Dupur Bela Shokhi ( উদাস দুপুর বেলা সখি) Bangla Lyrics By Shahed, Muhammad Junaid And Rahim Shah & Ohornishi Team.

 

Udash Dupur Bela Shokhi ( উদাস দুপুর বেলা সখি) Bangla Lyrics By Shahed, Muhammad Junaid And Rahim Shah & Ohornishi Team.

Udash Dupur Bela Shokhi ( উদাস দুপুর বেলা সখি) Bangla Lyrics By shahed, Muhammad Junaid And Rahim Shah.

Song : Udash Dupur Bela Shokhi 

Vocal : shahed, Muhammad Junaid And Rahim Shah, Ohornishi Team 

Ukulele : Shopon Khan

Label : Prano Nath Folk Music

Udash Dupur Bela Sokhi Bangla Lyrics 

আর উদাস দুপুর বেলা সখি 

আসবে কি একলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে। (২ বার)

আর একবার যদি আসো সখি 

জল ভরিবার ছলে..

মনের কথা বলবো তোমায় 

বসে কদম তলে,

মনের কথা বলবো তোমায় 

বসে কদম তলে। (২ বার)

তুমি সকল দুঃখ ভুলে যেও 

চোখের পানে চেয়ে,

তুমি সকল দুঃখ ভুলে যেও 

চোখের পানে চেয়ে,

আর শক্ত কইরা ধরিয়ো হাত 

ছাইড়া যাইবার ভয়ে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে। 

আর উদাস দুপুর বেলা সখি 

আসবে কি একেলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ও কি দেখতে তোমায় মন চাইছে।

আর না জানি মুই লিখতে চিঠি 

না জানি মুই পড়তে..

বাঁশির সুরে ডাকি তোমায় 

আসো না গো ছুটে,

বাঁশির সুরে ডাকি তোমায় 

আসো না গো ছুটে। (২ বার)

আর উথাল পাথাল নদীর ঢেউয়ে 

মনে জোয়ার ভাটা চলে,

উথাল পাথাল নদীর ঢেউয়ে 

বুকে জোয়ার ভাটা চলে,

চেয়ে তোমার পানে,

দেখতে তোমায় মন চাইছে

ওকি দেখতে তোমায় মন চাইছে। 

আর উদাস দুপুর বেলা সখি 

আসবে কি একলা নদীর ঘাটে রে,

দেখতে তোমায় মন চাইছে

ওকি দেখতে তোমায় মন চাইছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *