Uira Jay(উইড়া যায়) Bangla Lyrics By Akash Mahmud
Song : Uira Jay
Vocal : Akash Mahmud
Lyric : Mahmud Murad
Music : Akash Mahmud
Label : Kangal Music
Uira Jay Bangla Lyrics
উইড়া যায়, উইড়া যায়
উইড়া যায়, উইড়া যায়
সুখ পোখিটা উইড়া যায়
কষ্ট গুলোন থুইয়া যায়
ছাই করিয়া আমার পোড়া বুকে
প্রেম করিলাম রইতে আমি সুখে
হায়রে প্রেম করিলাম রইতে আমি সুখে
উইড়া যায় , উইড়া যায়
উইড়া যায়, পাখি উইড়া যায়
আখ মাড়াই কল যেমন কইরা
আখ পিষে রস করে
তেমনি আমার হাল হইলো রে
সারা জনম ধরে
আখ মাড়াই কল যেমন কইরা
আখ পিষে রস করে
তেমনি আমার হাল হইলো রে
সারা জনম ধরে
প্রেমের মড়া হইলাম আমি
প্রেমের মড়া হইলাম আমি
পাগল কইবো লোকে
প্রেম করিলাম রইতে আমি সুখে
হায়রে প্রেম করিলাম রইতে আমি সুখে
উইড়া যায়, উইড়া যায়
উউড়া যায়, পাখি উইড়া যায়
দারুন আসায় মন মাঝাড়ে
বাধলাম এক খান ঘর
ঘরের মানুষ হইলো অচিন
মুরাদ হলো পর
দারুন আসায় মন মাঝাড়ে
বাধলাম এক খান ঘর
ঘরের মানুষ হইলো অচিন
মুরাদ হলো পর
সার হইলো মোড় প্রেম পিরিতির
সার হইলো মোড় প্রেম পিরিতির
কানধোন দুই চোখে
প্রেম করিলাম রইতে আমি সুখে
হায়রে প্রেম করিলাম রইতে আমি সুখে
উইড়া যায়, উইড়া যায়
উইড়া যায়, উইড়া যায়
সুখ পাখিটা উইড়া যায়
কষ্ট গুলা থুইয়া যায়
ছাই করিয়া আমার পোড়া বুকে
প্রেম করিলাম রইতে আমি সুখে
হায়রে প্রেম করিলাম রইতে আমি সুখে
উইড়া যায় , উইড়া যায়
উইড়া যায়, পাখি উইড়া যায়
Uira Jay Bangla Lyrics
Uira jay, uira jay
Uira jay, uira jay
Shuk pakhita uriah jay
Kosto gulan thuiah jay
Chi koriah amer pora buke
Pram korilam roita ami shukhe
Heyre pram korilam roita ami shukhe
Uira jay, uira jay
Uira jay, pakhi uira jay
Ahk marai kol jamon koirah ahak be sa ros kora
Temni amer hal hoilorah sarajonom dhora
Ahk marai kol jamon koirah ahk be se ros kora