Upohash(উপহাস) Bangla Lyrics By Samz Vai
Song : Upohash
Vocal : Samz Vai
Lyrics : Syed Minar
Music : Munshi Jewel
Label : Minar Music Moncho
Upohash Bangla Lyrics
তুমি কি করে পারলা
দিতে বিরহ জালা
তুমি মোর মনের ভ্রমর
কেমনে হইলা এতো নিঠুর
হয়ে আমার বুকের পাজর
করো কেমনে অন্যের ঘর
তুমি যখন চলে গেলে গো দূরে
আমার ভূবন কাদে করুন সূরে
মন তোমায় চায় বারংবার
তবু দুঃখ বইলাম বারোমাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
বাসা ছিলো আমার প্রেমের শহরে
কতো যে আমায় রাখতে আদরে
তোমাকে নিয়ে ছিলো আমার অহংকার
সেই তুমি এখন শুধু লজ্জা
তুমি যখন চলে গেলে দূরে
আমার ভূবন কাদে করুন সূরে
মন তোমায় চায় বারংবার
তবু দুঃখ বইলাম বারোমাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
হয়ে তুমি আমার বুকের পাজর
করো কেমনে এখন অন্যের ঘর
তোমার ছোয়ায় বসত সুখের আসর
চলে গিয়ে গড়লে দুঃখের নগর
তুমি যখন চলে গেলে দূরে
আমার ভূবন কাদে করুন সূরে
মন তোমায় চায় বারংবার
তবু দুঃখ বইলাম বারোমাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস
আমার ঘরে নেই তোমার বসবাস
বন্ধু ধূলোগুলো জমাট বেধে করে উপহাস।।
Upohash Bangla Lyrics
Tumi ki kore parla
Dite biroho jala
Tumi mor moner vromor
Kemne hoila eto nithur
Hoye amar buker pajor
Koro kemne onner ghor
Tumi jokhon cole gele go dure
Amar vubon kade korun sure