Ural Pakhi 2( উড়াল পাখি ২) Bangla Lyrics By Parvez Sajjad
Ural Pakhi 2( উড়াল পাখি ২) Bangla Lyrics By Parvez Sajjad
Song : Ural Pakhi 2
Vocal : Parvez Sajjad
Lyrics : Biplob Hayder
Music : Partha Mazumdar
Label : NAF- Niloy Alamgir Films
Ural Pakhi 2 Bangla Lyrics
তোমার মনের গহীন গাঙ্গেয়
ভেসে যাই প্রেমের বানে
ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
তোমার মনের গহীন গাঙ্গেয়
ভেসে যাই প্রেমের বানে
ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
দেখো না জোনাকগুলো উঠনে এলোমেলো
চলে যায় ভরা পূর্নিমায়
মন শুধু তোমায় বন্ধু চায়
ভিজি চলো এই জোছনায়
মন শুধু তোমায় বন্ধু চায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
তোর ভোরে সূর্য হবো
সুখের নায়ে পাল উরাবো
উরাল পাখি হবো দু’জনায়
রেখো বন্ধু বুকেতে আমায়
চলো হারাই দু’জন দু’জনায়
মন শুধু তোমায় বন্ধু চায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
তোমার মনের গহীন গাঙ্গেয়
ভেসে যাই প্রেমের বানে
ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
তোমার মনের গহীন গাঙ্গেয়
ভেসে যাই প্রেমের বানে
ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনায়
বন্ধুরে ভেসে যাই ডুবে যাই
মন জোছনায়
Ural Pakhi 2 Bangla Lyrics
Tomar moner gohin gange
Vese jai premer bane
Dheuye dheuye sukher mohonay
Bondhure vese jai dube jai
Mon jochonay
Dekhona jonak gulo uthone elomelo
Cole jay vora purnimay
Mon shudhu tomay pete cay