Urchi Tomar Preme (উড়ছি তোমার প্রেমে) Bangla Lyrics By Tahsin Ahmed। Urchi Tomar Preme Drama
Song : Urchi Tomar Preme
Vocal : Tahsin Ahmed
Lyric : Shomeshwar Oli
Music : Tahsin Ahmed
Label : Sultan Entertainment
Urchi Tomar Preme Bangla Lyrics
সেই আমি, আমি নেই
বদলে গেছে ভাগ্যরাশি
সেই প্রথম দেখাতে
ওই চোখে ডুবি ভাসি
এত কেনো ভালো যে লাগছে
ভালো লাগতে লাগতে ভালোবাসা
এ মনে জাগছে
এই আমি উড়ছি
তুমি আছো থেমে
দেখো আমি পুড়ছি
প্রথম কোনো প্রেমে
এই আমি উড়ছি
তুমি আছো থেমে
দেখো আমি পুড়ছি
প্রথম কোনো প্রেমে
পলক ফেলতে চাইছি না
যদি তুমি হারিয়ে যাও
দূরে রাখতে চাইছি না
কাছের হয়ে যাও
তোমায় ছুতে পারছি না
মন বাড়িয়ে দাও
আর যে সামলাতে পারছি না
লাগছে ভালো তাও
এত কেনো ভালো যে লাগছে
ভালো লাগতে লাগতে ভালোবাসা
এ মনে জাগছে
এই আমি উড়ছি
তুমি আছো থেমে
দেখো আমি পুড়ছি
প্রথম কোনো প্রেমে
এই আমি উড়ছি
তুমি আছো থেমে
দেখো আমি পুড়ছি
প্রথম কোনো প্রেমে।।
Urchi Tomar Preme Bangla Lyrics
Sei ami ami nei
Bodle geche bhagorasi
Sei prothom dekhate
Oi cokhe dubi bhasi
Eto keno bhalo je lagse
Bhalo lagte lagte bhalobasa
E mone jagche
Ei ami urchi
Tumi aso theme
Dekho ami purchi
Prothom kono preme