Ureche Mon (উরেছে মন) Bangla Lyrics By Arijit Singh
Ureche Mon (উরেছে মন) Bangla Lyrics By Arijit Singh
Song : Ureche Mon
Vocal : Arijit Singh
Lyrics : Pranjal
Movie : Boss 2
Ureche Mon Bangla Lyrics
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
চল হারাই সব ছেড়ে
তোর সাথেই ফুরোবে দিন
আজ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
লিখে যাই, গল্প না থাকুক
ভুলে যাই যন্ত্রণাটুকু
মন আমার তোর ইশারায়
খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ
দূরে যায়, অল্প অল্প সে
সত্যি না, গল্প গল্প সে
মন আমার সবই হারায়
খুঁজে বেড়ায় তোরই যে আবেশ
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
চলে যাই দু’চোখের পথে
বলে যাই কথা তোরই যে
মন আমার ভবঘুরে যাবে দূরে
তোকে না পেলে
কেন তুই দূরে দূরে বল
আকাশে উড়ে উড়ে চল
মিশে যাই এই আকাশে তোর বাতাসে
পাখনা মেলে
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
Ureche Mon Bangla Lyrics
Ureche mon pureche mon
Ja chilo amar sobi tor hate
Akashe dristy tor bristy tor
Mone megh jome
Janalar haoyate chaoyate
Moner rode kome
Din suru tor kothay
Tui chara name na rat
chad theke
Col harai sob chere
tor sathei furobe din
Aj theke