Valo Achi Valo Theko ( ভালো আছি ভালো থেকো) Bangla Lyrics by Andrew Kishore.
Valo Achi Valo Theko ( ভালো আছি ভালো থেকো) Bangla Lyrics by Andrew Kishore.
Song : Valo Achi Valo Theko
Singer : Andrew Kishore and Kanak Chapa
Movie : Tomake Chai
Lyrics : Rudra Mohammad Shahidullah
Label : Anupam Movie Songs
Valo Achi Valo Theko Bangla Lyrics
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে,
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে,
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
ভাল আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে,
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।