Valo Thakis Kemon Kore (ভালো থাকিস কেমন করে) Bangla Lyrics By Samz Vai.
Valo Thakis Kemon Kore (ভালো থাকিস কেমন করে) Bangla Lyrics By Samz Vai.
Song : Valo Thakis Kemon Kore
Singer : Samz Vai
Lyrics : Nur Mohammad Ripon
Tune : Polok Hasan Sumon
Music : Ahmed Sajeeb
Label : Ov Music Station
Valo Thakis Kemon Kore Bangla Lyrics
আমি তোমার মনের মানুষ
ছিলাম যে একদিন
এখন তোমার মনের বাড়ি
অন্যের অধীন।
আমি তোমার মনের
মানুষ ছিলাম যে একদিন
এখন তোমার মনের বাড়ি
অন্যের অধীন।
ভালো থাকি কেমন করে
একলা তুমি হীন
ভালো থাকি কেমন করে
একলা তুমি হীন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।
তোমার আশার ফুল দানিতে
কত রঙিন ফুল
আমার আশা থমকে গেছে
এগোই না এক চুল।
তোমার আশার ফুল দানিতে
কত রঙিন ফুল
আমার আশা থমকে গেছে
এগোই না এক চুল।
আমার মনে ব্যথার আগুন
জ্বলে প্রতিদিন
আমার মনে ব্যথার আগুন
জ্বলে প্রতিদিন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।
এখন তোমার মন পাড়াতে
কেবা আসে যায়
কার বা হাতের একটু ছোঁয়া
তোমাকে হাসায়।
এখন তোমার মন পাড়াতে
কেবা আসে যায়
কার বা হাতের একটু ছোঁয়া
তোমাকে হাসায়।
তোমার বুকে সুখের ফাগুন
বেদনা বিহীন
তোমার বুকে সুখের ফাগুন
বেদনা বিহীন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।