Valo Thakis Ore Beiman (ভালো থাকিস ওরে বেইমান) Bangla Lyrics By Adnan Kabir.
Song : Valo Thakis Ore Beiman
Singer : Adnan Kabir
Lyrics : Adnan Kabir
Tune : Atif Ahmed Niloy
Music : Din Islam Sharuk
Label : Samsul Official Music
Valo Thakis Ore Beiman Bangla Lyrics
ভালো থাকিস ওরে বেইমান
আমি আর রবো না
এই গানই শেষ গান হয়তো
আর তো গান গাইবো না
ভালো থাকিস ওরে বেইমান
আমি আর রবো না
এই গানই শেষ গান হয়তো
আর তো গান গাইবো না
মনে হাজার কষ্ট নিয়ে
যাচ্ছি আমি চিরতরে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
মুখে হলোনা বলা
মনে কতো জালা
সইতে পারলাম না আমি
তাই বিদায়ের পালা
মুখে হলোনা বলা
মনে কতো জালা
সইতে পারলাম না আমি
তাই বিদায়ের পালা
মনে হাজার কষ্ট নিয়ে
যাচ্ছি আমি চিরতরে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
বন্ধু বান্ধব মা সজন
চোখেতে জলের ঝড়
ক্ষমা করো তোমরা আমায়
আমি নই সার্থপর
বন্ধু বান্ধব মা সজন
চোখেতে জলের ঝড়
ক্ষমা করো তোমরা আমায়
আমি নই সার্থপর
মনে হাজার কষ্ট নিয়ে
যাচ্ছি আমি চিরতরে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে
ভালো থাকিস ভালো মেয়ে
আমাকে ভুলে।।