Valobasar Ghuri (ভালোবাসার ঘুড়ি) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Valobasar Ghuri
Singer : Gogon Sakib
Lyrics : Gogon Sakib & NH Kobi
Music : Munshi Jewel
Label : Gogon Sakib
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Valobasar Ghuri Bangla Lyrics
ধরতে নাহি পারি তারে
ছারতে নাহি পারি
চেনা মুখটা অচেনা আজ
হইলি পর নারী
ধরতে নাহি পারি তারে
ছারতে নাহি পারি
চেনা মুখটা অচেনা আজ
হইলি পর নারী
জাহান্নামের আগুন বুকে
এই জগৎটা ছাড়ি
পরপারে খোদার কাছে
দেব রে পারি
আড়ি আড়ি আড়ি বন্ধু
তোর সাথে আজ আড়ি
কার আকাশে উড়াশ রে তুই
ভালোবাসার ঘুরি
আড়ি আড়ি আড়ি বন্ধু
তোর সাথে আজ আড়ি
কার আকাশে উড়াশ রে তুই
ভালোবাসার ঘুরি
সুখের খোঁজে দুঃখের দেখা
হায়রে একি জালা
রঙিন আশা দেহের শিরায়
পিরিতের এক মেলা
সুখের খোঁজে দুঃখের দেখা
হায়রে একি জালা
রঙিন আশা দেহের শিরায়
পিরিতের এক মেলা
তোর ঘোরে তে জীবন কাটে
জীবন বুঝি খেলনা
নাইরে উপায় ভালো হবার
কস্ট ধরে বায়না
আড়ি আড়ি আড়ি বন্ধু
তোর সাথে আজ আড়ি
কার আকাশে উড়াশ রে তুই
ভালোবাসার ঘুরি
আড়ি আড়ি আড়ি বন্ধু
তোর সাথে আজ আড়ি
কার আকাশে উড়াশ রে তুই
ভালোবাসার ঘুরি।।