Valobashar Ayna(ভালোবাসার আয়না) Bangla Lyrics By Samz Vai.
Song : Valobashar Ayna
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Label : Sarkar Shiam Official
Valobashar Ayna Bangla Lyrics
তুমি আমার ভালোবাসা
আধার ঘরের আলো,
তাইতো সব ছাড়িয়া তোমায়
বন্ধু বাসি ভালো।
দিনে রাইতে তোমায় ভাবি,
তুমি তো বুঝনা,
তুমি ছাড়া একা আর
ভালো তো লাগে না।
যতো দূরে তুমি থাকো,
তুমায় ভালোবেসে যাবো।
এসো তোমায় নিয়ে আমি,
দূর অজানায় হারাবো।
তোমার মিষ্টি মিষ্টি কথা আমার
দুষ্টামিটার কারন,
তুমায় আপন কইরা নিব।
করলেও হাজার বারণ,
তুমাকে নিয়ে সাঝাবো আমি।
সুখের সেই বাসর,
চল বহুদুরে হারায় যাইবো।
তোমায় দেখলে ভাল লাগে,
তুমি আমার ভালোবাসার আয়না।
যত দূরে তুমি থাকো,
তুমায় ভালবেসে যাব
এসো তোমায় নিয়ে আমি,
দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো,
তুমায় ভালবেসে যাব
এসো তোমায় নিয়ে আমি,
দূর অজানায় হারাবো।।