Valobese Dile Faki(ভালোবেসে দিলে ফাকি) Bangla Lyrics By Samz Vai

Valobese Dile Faki(ভালোবেসে দিলে ফাকি) Bangla Lyrics By Samz Vai

Song : Valobese Dile Faki

Vocal : Samz Vai

Lyrics : Mehedi Hasan Limon

 

Valobese Dile Faki Bangla Lyrics 

কী কারণে চলে গেলে

দিয়ে বেদনা,

একা ভালো থাকবে তুমি

কথা ছিল না। 

চোখের নিচে কালো দাগ

দেখেও দেখলে না,

নিজের ভালো বুঝলে ঠিকই

আমায় বুঝলে না। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

কত আশা ছিল মনে

কত যে পথ চলা বাকি,

এত কিছুর পরেও আমি

আসবে ফিরে, স্বপ্ন দেখি।

কত আশা ছিল মনে

কত যে পথ চলা বাকি,

এত কিছুর পরেও আমি

আসবে ফিরে, স্বপ্ন দেখি।

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

তাই আমার এই পরিণতি। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

এত ব্যথা পোড়া বুকে

চোখে জল রাশি রাশি,

দিয়েছিলে কত কথা

সব কি ছিল মিছামিছি?

এত ব্যথা পোড়া বুকে

চোখে জল রাশি রাশি,

দিয়েছিলে কত কথা

সব কি ছিল মিছামিছি?

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

তাই আমার এই পরিণতি। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

আরো পড়ুন ঃ Beiman Maiya By Gogon Sakib 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *