Vanga Hridoy (ভাঙা হৃদয়) Bangla Lyrics By Samz Vai.

Vanga Hridoy (ভাঙা হৃদয়) Bangla Lyrics By Samz Vai. 

Song : Vanga Hridoy

Vocal : Samz Vai 

Lyrics : NI Bulbul

Music : Rohan Raj 

Label : E-Sound Music 

 

Vanga Hridoy Bangla Lyrics 

একবার কাছে টেনে তুমি 

আবার ভাঙ্গো হৃদয় 

বুঝিনা কোনটা প্রেম তোমার 

কোনটা অভিনয় 

একবার কাছে টেনে তুমি 

আবার ভাঙ্গো হৃদয় 

বুঝিনা কোনটা প্রেম তোমার 

কোনটা অভিনয় 

নিরবে ব্যাথার আগুনে 

নিরবে ব্যাথার আগুনে 

পোড়াও সময় অসময়

একবার কাছে টেনে তুমি 

আবার ভাঙ্গো হৃদয় 

বুঝিনা কোনটা প্রেম তোমার 

কোনটা অভিনয় 

তোমার শহরে দিয়ে ঠাই

তুমি করো উচ্ছেদ 

মন দুয়ারে রাখো লিখে

এখানে প্রবেশ নিষেধ 

তোমার শহরে দিয়ে ঠাই

তুমি করো উচ্ছেদ 

মন দুয়ারে রাখো লিখে

এখানে প্রবেশ নিষেধ 

এভাবে বলো কোনদিন 

এভাবে বলো কোনদিন 

ভালোবাসা কি হয়

একবার কাছে টেনে তুমি 

আবার ভাঙ্গো হৃদয় 

বুঝিনা কোনটা প্রেম তোমার 

কোনটা অভিনয় 

রাতের গভীরে দুঃখ বারে

বারাও আমার বিষাদ

বুকে জমে থাকে সপ্ন

মন ভাঙ্গার সব আর্তনাদ 

রাতের গভীরে দুঃখ বারে

বারাও আমার বিষাদ

বুকে জমে থাকে সপ্ন

মন ভাঙ্গার সব আর্তনাদ 

এভাবে বলো কোনদিন 

এভাবে বলো কোনদিন 

ভালোবাসা কি হয়

একবার কাছে টেনে তুমি 

আবার ভাঙ্গো হৃদয় 

বুঝিনা কোনটা প্রেম তোমার 

কোনটা অভিনয়।। 

Vanga Hridoy Bangla Lyrics 

Ekbar kache tene tumi

Abar vango hridoy

Bujhina konta prem tomar

Konta ovinoy

Nirobe bethar agune

Nirobe bethar agune

Porao somoy osomoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *