Vanga Mon (ভাঙা মন) Bangla Lyrics By Gamcha Palash.
Vanga Mon (ভাঙা মন) Bangla Lyrics By Gamcha Palash.
Song : Vanga Mon
Vocal : Gamcha Palash
Lyrics : Shrabon Babu
Tune : Gamcha Palash
Music : Gamcha Palash
Vanga Mon Bangla Lyrics
ভাঙা মন আর লয়না জোড়া
হায়রে ভাঙা মন আর লয়না জোড়া
হইলো মনটা জনম খোড়া
আমি করি কি এখন
হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন
হায়রে হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন
মন ভাঙার তো হয়না বিচার
তোমার পত্র লাগে
তাইতো বন্ধু সরল মনে
আঘাত করলো আগে
মন ভাঙার তো হয়না বিচার
তোমার পত্র লাগে
তাইতো বন্ধু সরল মনে
আঘাত করলো আগে
দেখাই কারে বুকটা চিরে
কি যন্ত্রণা এই অন্তরে
দেখাই কারে বুকটা চিরে
কি যন্ত্রণা এই অন্তরে আমার
করি কি এখন
হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন
হায়রে হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন
ভাঙা মনের নাই চিকিৎসা
যদি পচন ধরে
দিনে দিনে বারে ক্ষত
ঔষধে না সারে
হায়রে ভাঙা মনের নাই চিকিৎসা
যদি পচন ধরে
দিনে দিনে বারে ক্ষত
ঔষধে না সারে
আমার হইলো একি দশা
কেন করলাম বন্দের আশা
হায়রে আমার হইলো একি দশা
কেন করলাম বন্দের আশা
আমি দেখিলাম সপন
হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন
হায়রে হাত ভাঙলো না
পা ভাঙলো না বন্ধু
ভাঙলো আমার মন।।
Vanga Mon Bangla Lyrics
Bhanga mon ar loyna jora
Hayre bhanga mon ar loyna jora
Hoilo monta jonom khora
Ami kori ki ekhon
Hat bhanglo na
Pa bhanglo na
Bhanglo amar mon
Mon bhangar to hoy na bicar
Tomar potro lage