Venge Gelo Ghum (ভেঙে গেলো ঘুম) Bangla Lyrics By Samz Vai
Song : Venge Gelo Ghum
Vocal : Samz Vai
Lyrics : Rohan Raj
Music : Rohan Raj
Label : ST Media
Venge Gelo Ghum Bangla Lyrics
হটাৎ একদিন কি যে হলো
বদলে গেল সব
তোর আর আমার চারিপাশে
আনন্দ উৎসব
হটাৎ একদিন কি যে হলো
আমার হয়ে গেলি তুই
আপন করে পেয়েছি ভেবে
আলতো করে ছুই
ছুয়ে দেখি সব ধুয়াশা
মিছেমিছি সপ্নে ভাষা
চারিধারে লেগেছে ব্যাথার ধুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
চোখের নদীর উপছে উপছে
ঝরছে দেখ জল
বুক চিতিয়ে করছে মিছিল
দুঃখ ব্যাথার দল
চোখের নদীর উপছে উপছে
ঝরছে দেখ জল
বুক চিতিয়ে করছে মিছিল
দুঃখ ব্যাথার দল
মরে গেলেই কতোই ভালো
ভাঙতো না আর সপ্নগুলো
লাগতো না দুঃখ ব্যাথার কুল
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
সপ্ন নিয়ে হাত বাড়িয়ে
খুজছো নিজের ঘর
তোমার জন্য ব্যকুল আমি
হচ্ছি কেবল পর
সপ্ন নিয়ে হাত বাড়িয়ে
খুজছো নিজের ঘর
তোমার জন্য ব্যকুল আমি
হচ্ছি কেবল পর
মরে গেলেই কতোই ভালো
ভাঙতো না আর সপ্নগুলো
লাগতো না দুঃখ ব্যাথার কুল
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম
আমার কেন ভেঙে গেল রে ঘুম।।
Venge Gelo Ghum Bangla Lyrics
Hotat ekdin ki je holo
Bodle gelo sob
Tor ar amar charipashe
Anondho utsob
Chuye dekhi so dhuyasha
Michmichi sopne vasha
Chari dhare legeche bethar dhum
Amar keno venge gelo re ghum
Amar keno venge gelo re ghum