Widda ( উইড্ডা) Bangla Lyrics By Divya Kumar.

 Widda ( উইড্ডা) Bangla Lyrics By Divya Kumar. 

Widda ( উইড্ডা) Bangla Lyrics By Divya Kumar.

Song Name :  Widda

গান :  উইড্ডা

Singer(s) :  Divya Kumar

Tune / Music :  Aneek Dhar

Lyricist :  Pranjal Das

Music Label :  Grassroot Entertainment

Star Cast :  Superstar Jeet

Release On :  2023-03-27

Widda Lyrics in Bengali

(আগুন যেন আওয়াজে

ধোঁয়া ওঠা মেজাজে) – ২

বুকে দামামা বাজে

সে এলো যেই

পারে না কেউ ছুঁতে

সে চলে সিনা ঠুকে

ছাড়ে না শত্রুকে সে কিছুতেই

ভাঙবে তবু সে মচকাবে না

হিসেব না মিলিয়ে যাবে না

মৃত্যু কে ভয় সে পাবে না

এমনি জিগরা

ভুল হয়না তার কোন নিশানা

প্রতিশোধের সে দিবানা

নেই পরিধি নেই সীমানা

পুরো মাথা বিগড়া

(হে উইড্ডা উইড্ডা রে

হে চেঙ্গিস উইড্ডা রে) – ৩

নান্না-নান্না নান্না-নান্না নান্না-নান্না নান্না-নান্না

রাজার মত ধরবে সে রাজ

সবার সাথে একা লড়বে আজ

হুঙ্কারে তার সব ছারকার

শত্রুদের ও কপালে ভাঁজ

গদিতে হয় না তার ভয়

বিপদে পায় না সে ভয়

এগিয়ে যাবে নাগাল না পাবে

সে দুনিয়া করবে যে জয়

হলে যেউ না কেউ তবে

বলেছিল সে কবে

দিন মাস নয় বছর নয়

গোটা যুগ ই তার হবে

(হে উইড্ডা উইড্ডা রে

হে চেঙ্গিস উইড্ডা রে) – ৩

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *