Zinda Lash (জিন্দা লাশ) Bangla Lyrics By RA Azmir
Zinda Lash (জিন্দা লাশ) Bangla Lyrics By RA Azmir
Song : Zinda Lash
Vocal : RA Azmir
Lyrics : RA Azmir
Music : Sikder Akash
Zinda Lash Bangla Lyrics
কেনো করলি আমার সাথে
এমন ছলনা
তোরে ভালো বাসছিলাম আমি
তুই যে বুঝলিনা,
কেনো করলি আমার সাথে
এমন ছলনা
তোরে ভালো বাসছিলাম আমি
তুই যে বুঝলিনা
তোরে অনেক ভালোবাসতাম
তুই ছিলি এই বুকে
এই বুকেতে ছুরি মাইরা
ঘুমাইলি কার বুকে
এই বুকেতে ছুরি মাইরা
ঘুমাইলি কার বুকে
কে বুঝবে মনের দুঃখ
বুঝার মানুষ নাই
কে বুঝবে মনের দুঃখ
বুঝার মানুষ নাই
তোকে ভালোবেসে ছিলাম
তুই দিলি অপবাদ
তোকে ভালোবেসে আমি
কি করলাম অপরাধ
ময়লা গোলাপ সুন্দর ভাইবা
রাখছিলাম এই বুকে
সেই গোলাপের ময়লা এখন
মাখছে আমার গায়ে,
ময়লা গোলাপ সুন্দর ভাইবা
রাখছিলাম এই বুকে
সেই গোলাপের ময়লা এখন
মাখছে আমার গায়ে
সেই গোলাপের সুবাস এখন
নিচ্ছে কে জানিনা
তোকে ভালোবেসে ছিলাম
তুই করলি অবহেলা
তোকে ভালোবেসে ছিলাম
তুই করলি অবহেলা
আমায় ভুইলা কার ঘরেতে
করলিরে তুই বাস
তোরে ভালো বাইসা আমি
হইছি জিন্দা লাশ
আমায় ভুইলা কার ঘরেতে
করলিরে তুই বাস
তোরে ভালো বাইসা আমি
হইছি জিন্দা লাশ
মনটা আমার ভাইংগা চুইরা
করলি দিশেহারা
তোকে ভালোবেসে ছিলাম
তুই করলি অবহেলা
তোকে ভালোবেসে ছিলাম
তুই করলি অবহেলা
কেনো করলি আমার সাথে
এমন ছলনা
তোরে ভালো বাসছিলাম আমি
তুই যে বুঝলিনা,
কেনো করলি আমার সাথে
এমন ছলনা
তোরে ভালো বাসছিলাম আমি
তুই যে বুঝলিনা।।
Zinda Lash Bangla Lyrics
Keno korli amar sathe
Emon cholona
Tore valo bashchilam ami
Tui ze bujhlina
Tore onek valobastam
Tui chili ei buke
Ei bukete churi maira
Ghumaili kar buke