মেজ বউ কোলকাতা বাংলা ফুল মুভি রিভিউ অভিনয় এবং দেখা। Mejo Bou Kolkata Bangla Movie Review Cast And Watch.
মেজ বউ কোলকাতা বাংলা ফুল মুভি রিভিউ অভিনয় এবং দেখা। Mejo Bou Kolkata Bangla Movie Review Cast And Watch.
কোলকাতার অন্যতম জনপ্রিয় একটি ছবি হল এই মেজ বউ (Mejo Bou)। এই কোলকাতা বাংলা সিনেমা (Kolkata Bangla Movie) টি ১৯৯৫ সালে কোলকাতায় প্রথম রিলিজ হয়েছিল।
এই ছবিতে মুল চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক ও তাপস পাল।
কোলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক হল রঞ্জিত মল্লিক। তার ছবি মানে হল সামাজিক এবং পারিপারিক বিভিন্ন বিষয় নিয়ে ভরপুর। তার ছবি মানে অন্যরকম এক মজা।তার ছবি দেখার জন্য এক সময় মানুষ হা করে বসে থাকতো।এখন অবশ্য সেই ছবি আর দেখা যায় না।
যদিও এই ছবিটি অনেক আগে কোলকাতায় রিলিজ হয়েছে।কিন্তু বর্তমানে এই ছবিটি আপনি কোথাও খুজে পাবেন না। তো আজকে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে এই ছবিটি অনলাইনে দেখতে এবং সেভ করতে পারবেন।
মুভি অনলাইনে দেখার এবং সেভ করার নিয়ম
এই আর্টিকেল এর শেষের দিকে একটি লিংক দেয়া আছে।প্রথমে ওই লিংকটি কপি করে, যেকোনো ব্রাউজার যেমন Chrome, UC Browser,Fire Fox এ সার্চ করবেন। এরপর নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন
এরপর উপরের কর্নারের দিকে একটি সেভ আইকন দেখতে পাবেন। ওই সেভ আইকন এ ক্লিক করবেন। তাহলে মুভিটা সেভ হতে থাকবে।
আবার অনেকের নিচের দেওয়া ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারেন।
যদি এমন ইন্টারফেস আসে তাহলে নিচের দেওয়া ছবির মত এইখানে ক্লিক করবেন।
তারপর দেখবেন মুভিটা সেভ হতে থাকবে। এছাড়াও একটি ভিডিও আইকন দেখতে পাবেন। ভিডিও আইকনে ক্লিক করলে মুভিটা অনলাইনে দেখতে পাবেন।
মুভি সেভ করার নিয়ম
https://drive.google.com/file/d/1YJGCyjtPLq3KhX2LUlmgRkq0lfsLSLIB/view
আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ লেখাটি পরার জন্য।