Bondhuyar Pirite Koto Jala(বন্ধুয়ার পিরিতের কত জ্বালা) Bangla Lyrics By Gamcha Palash
Bondhuyar Pirite Koto Jala(বন্ধুয়ার পিরিতের কত জ্বালা) Bangla Lyrics By Gamcha Palash
Song : Bondhuyar Pirite Koto Jala
Vocal : Gamcha Palash
Lyrics : Malek Sarkar
Tune : Malek Sarkar
Bondhuyar Pirite Koto Jala Bangla Lyrics
তোমরা আমায় কি বুঝাইবা
আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমায় কি বুঝাইবা
আমার অন্তর পুঁইড়া কয়লা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতের কত জ্বালা
তোমরা আমায় কি বুঝাইবা
আমি পুইড়া হইছি কয়লা
তোমরা আমায় কি বুঝাইবা
আমার অন্তর পুঁইড়া কয়লা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা….
এই জগতে প্রেম করিয়া
কে রইয়াছে ভালা
সইগো কে রইয়াছে ভালা
এই জগতে প্রেম করিয়া
কে রইয়াছে ভালা
সইগো কে রইয়াছে ভালা
উপর উপর দেখতে ভালা
আমার অন্তর পুঁইড়া কয়লা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…
যুগের পর যুগ রইলাম আমি
গেথে নামের মালা,
সইগো গেথে নামের মালা,
যুগের পর যুগ রইলাম আমি
গেথে নামের মালা,
সইগো গেথে নামের মালা,
নেয়না মালা দেয়না গলায়
করে ছলাকলা
নেয়না মালা দেয়না গলায়
করে ছলাকলা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…
দুঃখের পরে সুখ আসে
জ্বালার পরে ভালা
সইগো জ্বালার পরে ভালা
দুঃখের পরে সুখ আসে
জ্বালার পরে ভালা
সইগো জ্বালার পরে ভালা,
মালেকে কয় আসবেন কবে
আমার বন্ধু চিকন কালা
মালেকে কয় আসবেন কবে
বন্ধু চিকন কালা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা,
তোমরা আমায় কি বুঝাইবা
আমি পুঁইড়া হইছি কয়লা
তোমরা আমায় কি বুঝাইবা
আমার অন্তর পুঁইড়া কয়লা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা
আমি জানি গো
বন্ধুয়ার পিরিতে কত জ্বালা….