Aaj Jyotsna Raate ( আজ জ্যোৎস্না রাতে) Bangla Lyrics By Madhubanti Bagchi.

 Aaj Jyotsna Raate ( আজ জ্যোৎস্না রাতে) Bangla Lyrics By Madhubanti Bagchi. 

Aaj Jyotsna Raate ( আজ জ্যোৎস্না রাতে) Bangla Lyrics By Madhubanti Bagchi.

Song Name :  Aaj Jyotsna Raate

Singer :  Madhubanti Bagchi

Tune & Music :  Rabindranath Tagore

Lyrics :  Rabindranath Tagore

Music Label :  SVF Music

Star Cast :  Nishan Nanaiah, Darshana, Silajit Majumder and Kalyan Chatterjee

Release On :  2018-02-10

Aaj Jyotsna Raate Lyrics in Bengali 

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে 

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

বসন্তের এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে 

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে 

যাবো না যাব না যে যাব না যে 

রইনু পড়ে ঘরের মাঝে

যাবো না গো যাব না যে

রইনু পড়ে ঘরের মাঝে 

এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে 

যাব না এই মাতাল সমীরণে 

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

আমার এ ঘর বহু যতন করে

ধুতে হবে মুছতে হবে মোরে 

আমার এ ঘর বহু যতন করে

ধুতে হবে মুছতে হবে মোরে 

আমারে যে জাগতে হবে 

কী জানি সে আসবে কবে

যদি আমায় যদি আমায় পড়ে তাহার মনে

বসন্তের এই মাতাল সমীরণে 

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

বসন্তের এই মাতাল সমীরণে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *