Aajke Shiber Chaturdashi Bangla Lyrics By Amit Kumar And Alka Yagnik.

 Aajke Shiber Chaturdashi Bangla Lyrics By Amit Kumar And Alka Yagnik.

Aajke Shiber Chaturdashi Bangla Lyrics By Amit Kumar And Alka Yagnik.

Song : Aajke Shiber Chaturdashi

Film : Agni Trishna

Singer : Amit Kumar And Alka Yagnik

Music : Bapi Lahiri

Lyrics : Bhabesh Kundu

Director : Prabhat Roy

Label : Sony Music India

Aajke Shiber Chaturdashi Lyrics In Bengali 

হে, আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

বলনা রে ফেলা ..

ঘটি ঘটি জল যে ঢালি বুড়ো শিবের মাথায় 

শিবের মতো স্বামী পাবো আছি অনেক আশায়। 

তাই নাকি গো? হো হো হো..

তোদের মাথায় জল ঢাললে সর্দি হয়ে যাবে 

ডাক্তার বাবু এসে তখন পয়সা গুলো খাবে,

ভাঙটা খেয়ে একটু পরে খেলবি আসল খেলা 

তখন মোরা প্রাণ বাঁচাতে বলবো সবাই পালা। 

আরে পালা সবাই পালা পালা, সবাই পালা 

নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা। 

আমরা যদি নন্দী ফিরিঙ্গি একটা কথা পুছি 

তোমরা বলো কিসের দেবী, শুধুই খেঁদি-বুচি। 

শিবের মাথায় ফুল চড়িয়ে পাবি শিবের বর 

বলবে যে শিব ফিরিঙ্গি চ্যালের হাতটা চেপে ধর,

আমরা তখন হাত গোটাবো বুঝবি তখন ঠ্যালা

বুঝবি তখন ঠ্যালা, বুঝবি তখন ঠ্যালা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো খেলা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ 

একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত।

আরে এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ 

একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত,

শিবের বাহন গড়িয়ে দিবি মারবে সবাই ঢ্যালা

তখন মোরা সবাই মিলে বলবো এবার পালা। 

আরে পালা সবাই পালা পালা, সবাই পালা 

নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা। 

এ পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে 

আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে। 

পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে 

আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে,

হীরে এসে পরিয়ে দেবে জুঁই ফুলেরই মালা 

পরিয়ে দেবে মালা, পরিয়ে দেবে মালা। 

হে, আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা ..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *