Aashbe Boley Bangla Lyrics By Rupam Islam.
Aashbe Boley Bangla Lyrics By Rupam Islam.
Song : Aashbe Boley
Web Series : Nikhoj
Vocal, Lyrics & Composition : Rupam Islam
Music Production : Shibasish Banerjee
Mix and Master : Prasenjit Pom Chakrabutty
Director : Ayan Chakraborti
Production : SVF
Aashbe Boley Song Lyrics
আসবে বলে কথা দিয়েছিলে যখন
এলেনা কেন, কথা দিয়েছিলে যখন,
রাখলেনা কেন, কথা দিয়েছিলে যখন,
আসবে বলে ..
আসবে বলে কথা দিয়েছিলে যখন
এলেনা কেন, কথা দিয়েছিলে যখন,
রাখলেন কেন, কথা দিয়েছিলে যখন,
আসবে বলে, চলে গেছে সূর্য এখন
কোথায় যেন চলে গেছে সূর্য এখন,
তুমি হয়তো জানো চলে যায় ওই সূর্য কোথায়
রোজ আসবে বলে।
দেখো এখন সন্ধ্যা
আমার গানের দিন শেষ,
আমার এ অবসর
আর প্রতীক্ষার অবশেষ।
বলে এবার ফিরে এসো
তুমি হৃদয় তীরে এসো,
বলে এবার ফিরে এসো
তুমি হৃদয় তীরে এসো,
ভোরের মতোই আবার
ভোরের মতোই আবার।
হো, মনে পড়ে কি তোমার
বলেছিলে যেখানেই থাকো না কেন,
তুমি আসবে চলে কথা দিয়েছিলে আবার
ভালোবাসবে বলে।
দেখো বৃষ্টি নেমেছে
বৃষ্টিরও নেশা আছে,
সে নেশায় আমিও সব ভুলে
ভাবি তুমি কাছেই আছো।
তখনই বৃষ্টি থেমে যায়
আমারও ভুল ভেঙে যায়,
তখনই বৃষ্টি থেমে যায়
আমারও ভুল ভেঙে যায়,
শেষ বৃষ্টির শীতলতায়
শেষ বৃষ্টির শীতলতায়।
মনে পড়ে কি তোমার
বলেছিলে যেখানেই থাকো না কেন,
তুমি আসবে চলে কথা দিয়েছিলে আবার
ভালোবাসবে বলে, চলে গেছে সূর্য এখন
কোথায় যেন চলে গেছে সূর্য এখন,
তুমি হয়তো জানো চলে যায় ওই সূর্য কোথায়
রোজ, আসবে বলে।