Adorer Lokkhi Sona (আদরের লক্ষী সোনা) Bangla Lyrics By Muhammad Milon.

 Adorer Lokkhi Sona (আদরের লক্ষী সোনা) Bangla Lyrics By Muhammad Milon. 

Adorer Lokkhi Sona (আদরের লক্ষী সোনা) Bangla Lyrics By Muhammad Milon.

Song : Adorer Lokkhi Sona 

Singer : Muhammad Milon 

Lyrics : Raju Ahmmad 

Tune : Muhammad Milon 

Music : MMP Rony

Label : Laser Vision

Adorer Lokkhi Sona Bangla Lyrics 

রোজ সকালে দেখি যে তোকে

আড়ালে রাখিস না আমায়,

প্রেমে পড়েছি পাগল ভেসে

তোর মিষ্টি হাসির মায়ায়।

তুই যে আমার আদরের লক্ষী সোনা

এই বুকে যত প্রেম সবই আছে তোর জানা,

রোজ সকালে দেখি যে তোকে

আড়ালে রাখিস না আমায়।

গভীর রাতে ঝাপসা চোখে করি যে পাগলামি

তুই যে আমার প্রেম রাশি গোলাপের ফুলদানি

ও গভীর রাতে ঝাপসা চোখে করি যে পাগলামি

তুই যে আমার প্রেম রাশি গোলাপের ফুলদানি।

তুই যে আমার আদরের লক্ষী সোনা

এই বুকে যত প্রেম সবই আছে তোর জানা,

রোজ সকালে দেখি যে তোকে

আড়ালে রাখিস না আমায়।

চুপটি করে কাছে এলে হই যে দিশেহারা

তুই যে আমার স্বপ্নের রানী রবো না তোকে ছাড়া

ও.. চুপটি করে কাছে এলে হই যে দিশেহারা

তুই যে আমার স্বপ্নের রানী রবো না তোকে ছাড়া

তুই যে আমার আদরের লক্ষী সোনা

এই বুকে যত প্রেম সবই আছে তোর জানা,

রোজ সকালে দেখি যে তোকে

আড়ালে রাখিস না আমায়

প্রেমে পড়েছি পাগল ভেসে

তোর মিষ্টি হাসির মায়ায়।

তুই যে আমার আদরের লক্ষী সোনা

এই বুকে যত প্রেম সবই আছে তোর জানা,

রোজ সকালে দেখি যে তোকে

আড়ালে রাখিস না আমায়।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *