Agunkheko Bangla Song Lyrics By Rupam Islam.

Agunkheko Bangla Song Lyrics By Rupam Islam.

Song : Agunkheko

Film : Dawshom Awbotaar
Vocals : Rupam Islam
Backing Vocals : Anupam Roy
Lyrics & Music : Anupam Roy

Label : Jio Studio & SVF

Agunkheko Song Lyrics :

ধূসর দিনযাপন,
রোজ রাতে জালমাতের অন্ধকার,
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার।
বেরঙিন দিনযাপন,
রোজ রাতে জালমাতের অন্ধকার,
নিজের তাগিদেই
ঘর ছেড়ে বেরোলাম আবার।

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?
পিছু ডাকে, সাড়া দেবো না
থামবো না আর এগিয়ে যাবো,
পায়ে ধুলো হোক সব বিপদ।
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ,
হয়ে আগুনখেকো দেখো,
এ জীবন আসছি ফেরত..

ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে,
দাঁড়িপাল্লাতে
ন্যায়ের হিসেব মিলতেই হবে।
ঘর ভেসে যায় যাক
আমায় এই দান খেলতেই হবে,
দাঁড়িপাল্লাতে
ন্যায়ের হিসেব মিলতেই হবে।

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?
আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা
দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?
পিছু ডাকে, সাড়া দেবো না
থামবো না আর এগিয়ে যাবো,
পায়ে ধুলো হোক সব বিপদ।
যুদ্ধেই ঠিক শান্তি পাবো
নিয়েছিলাম সেই শপথ,
হয়ে আগুন খেকো দেখো,
এ জীবন আসছি ফেরত..
আসছি ফেরত, আসছি ফেরত
আসছি ফেরত, আসছি ফেরত।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *