Aigiri Nandini ( অয়িগিরি নন্দিনী) Bangla Lyrics By Iman Chakraborty.

 Aigiri Nandini ( অয়িগিরি নন্দিনী) Bangla Lyrics By Iman Chakraborty.

Aigiri Nandini ( অয়িগিরি নন্দিনী) Bangla Lyrics By Iman Chakraborty

Song : Aigiri Nandini 

Vocal : Iman Chakraborty

Lyrics : Saikat Chattopadhyay

Composition : Nilanjan Ghosh

Programming : Nilanjan Ghosh and Tushar Banerjee

Mixed and mastered by : Nilanjan Ghosh

Label : Saregama Bengali

Aigiri Nandini Lyrics In Bengali

কাশফুল মন বৃষ্টি যখন

নামার অপেক্ষায়

ভেজা পায় হাওয়ায় হাওয়ায়

গান গেয়ে যায়।

আকাশে আকাশে

আজ আগমনী মেঘের খেলায়

শরতের সাজে

যেন ভেসে যায় খুশির ভেলায়।

সারাদিন নিলামন

নিলে নিলে ভেসে যাওয়া নীলিমায়

অমলীন উচাটন

কানে কানে যেন ওই বলে যায়

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।

শিউলির সাজে ঢেউ মাঝে মাঝে

কার যেন বাঁশি ওই দূর হতে বাজে

বাঁশুরিয়া সুরে দুলেছি দুপুরে

বেহায়া আবেগ ওই বেঁধেছি নূপুরে।

সারাদিন আজ মেঘেদের সাজ

কানে কানে সে যেন বলে যায়

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।

বিকেলের খেলায় মনচোরা বেলায়

পাতায় পাতায় আজ

ছায়া ছায়া মেলায়।

অকালবোধনে আকুল উড়ানে

উড়ে চলে স্বপ্নরা পাখি পাখি মনে

সারাদিন আজ মেঘেদের সাজ

কানে কানে সে যেন বলে যায়

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *