Ajke Morle Kalke Dui Din (আজকে মরলে কালকে দুইদিন) Bangla Lyrics By Baul Raju Mondol.
Ajke Morle Kalke Dui Din (আজকে মরলে কালকে দুইদিন) Bangla Lyrics By Baul Raju Mondol.
Song : Ajke Morle Kalke Dui Din
Singer : Baul Raju Mondol
Lyrics : Sohail Masud
Tune : Ahmed Shakil
Music : Mohidul Hasan Mon
Label : Rain Music
Ajke Morle Kalke Dui Din Bangla Lyrics
আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাদবে না
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে
আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাদবে না
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে
থাকতে সময় করো আমল
ঈমান করো খাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
কতো কষ্ট করে তুমি
করলা সাধের বাড়ি
সেই বাড়িতে ঠাই হবেনা
যাইতে হবে ছাড়ি
কতো কষ্ট করে তুমি
করলা সাধের বাড়ি
সেই বাড়িতে ঠাই হবেনা
যাইতে হবে ছাড়ি
মোহ মায়ার টানে তুমি
রবের বিধান ভুইলো না
পাপ পুন্যের হিসাব নিবে
একদিন মালিক রাব্বানা
থাকতে সময় করো আমল
ঈমান করো খাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
আধার ঘরে থাকবে পড়ে
ছাইড়া তুমি সব
কেউ রবে না সঙ্গে তোমার
থাকবেন সেদিন রব
আধার ঘরে থাকবে পড়ে
ছাইড়া তুমি সব
কেউ রবে না সঙ্গে তোমার
থাকবেন সেদিন রব
মিছে মায়ার এই দুনিয়া
ক্ষনিকের ঠিকানা
ধনী গরীব নেই ভেদাভেদ
মাটির হবে বিছানা
থাকতে সময় করো আমল
ঈমান করো খাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাদবে না
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে
আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাদবে না
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে
থাকতে সময় করো আমল
ঈমান করো খাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি
শেষ ঠিকানা তোমার আমার
সারে তিন হাত মাটি।।