Allahr Kosom(আল্লাহর কসম) Bangla Lyrics By RA Azmir
Allahr Kosom(আল্লাহর কসম) Bangla Lyrics By RA Azmir
Song : Allahr Kosom
Vocal : RA Azmir
Lyrics : ab siraj
Tune : ab siraj
Music : Sikder Akash
Label : Ab media center
Allahr Kosom Bangla Lyrics
গোলাপ গাছে কাটা ছাড়া
আর কিছু হয় না
জাইনা শুইনা ভাংলিরে মন
প্রানে আর সয় না
গোলাপ গাছে কাটা ছাড়া
আর কিছু হয় না
জাইনা শুইনা ভাংলিরে মন
প্রানে আর সয় না
এতো কস্ট দিলি আমায়
পাইলি কোথায় সুখ
তোর লাগিয়া কইলজা পইচা
হইছেরে অসুখ
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে
বাবু বলে ডাকলে আমায়
গোলাপ নিয়ে হাতে
সেই গোলাপটা কারে দিলি
কস্ট দিনে রাতে
বাবু বলে ডাকলে আমায়
গোলাপ নিয়ে হাতে
সেই গোলাপটা কারে দিলি
কস্ট দিনে রাতে
আমি ছাড়া কে নেয় আর
সেই গোলাপের ঘ্রাণ
ইচ্ছেমতো খাইলি কইলজা
ভরলো না তোর প্রাণ
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে
হাইসা হাইসা ভুইলা যাবি
জানতাম যদি আগে
যত্নে গড়া মনটা রে বুঝাইতাম
আগে ভাগে
হাইসা হাইসা ভুইলা যাবি
জানতাম যদি আগে
যত্নে গড়া মনটা রে বুঝাইতাম
আগে ভাগে
আজ মাঝ নদীতে রাইখা আমায়
হইলি রে ওই পার
এখন বাচি মরি তুইতো ভালো
দেখার কি দরকার
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে
আল্লার কসম রাখছি না আর
তোরে এই মনে
রাইখা গেলাম শুধুই কস্ট
তুই পরের সনে।।
Allahr Kosom Bangla Lyrics
Golap gache kata chara
Ar kichu hoy na
Jaina suina vanglire mon
Prane ar soy na
Eto kosto dili amay
Paili kothay sukh
Tor laiga koilja poica
Hoichere osukh