Amar Bondhu Doyamoy(আমার বন্ধু দয়াময়) Bangla Lyrics By Gamcha Palash

Amar Bondhu Doyamoy(আমার বন্ধু দয়াময়) Bangla Lyrics By Gamcha Palash 

Song : Amar Bondhu Doyamoy

Vocal : Gamcha Palash 

Lyrics : Radharaman Dutta

Tune : Radharaman Dutta

Label : Dotara Music 

Amar Bondhu Doyamoy Bangla Lyrics 

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয় বন্ধুরে

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয় বন্ধুরে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

কদম ডালে বইসারে বন্ধু

ভাঙ্গ কদম্বের আগা।

কদম ডালে বইসারে বন্ধু

ভাঙ্গ কদম্বের আগা।

শিশুকালে প্রেম শিখাইয়া

যৌবনকালে দাগা রে।

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

তমাল ডালে বইসারে বন্ধু

বাজাও রঙের বাশি।

তমাল ডালে বইসারে বন্ধু

বাজাও রঙের বাশি।

সুর শুনিয়া রাধার মন

হইলো যে উদাসি রে

সুর শুনিয়া রাধার মন

হইলো যে উদাসি রে।

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়।

ভাই বেরাদার রমণ বলে

মনেতে ভাবিয়া।

ভাই বেরাদার রমণ বলে

মনেতে ভাবিয়া।

নিভা ছিল মনের আগুন

কে দিল-ই জ্বালাইয়া রে

নিভা ছিল মনের আগুন

কে দিল-ই জ্বালাইয়া রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয় বন্ধুরে।।

Amar Bondhu Doyamoy Bangla Lyrics

Amar bondhu doyamoy

Tomare dekhibar mone loy

Tomare na dekhle radhar

Jibon kemne roy bondhure

Kodom dale boisa re bondhu

Bhango kodomber aga

Shishu kale prem shikaiya

Joubon kale daga re.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *